Ajker Patrika

রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হলো কৃষককে, ভোরে মিলল গুলিবিদ্ধ লাশ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৭: ৪৭
রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হলো কৃষককে, ভোরে মিলল গুলিবিদ্ধ লাশ

কক্সবাজারের রামুতে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আবুল কাশেম (৪০) গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় কৃষক। 

নিহতের ভাই মো. শহীদুল্লাহ বলেন, তাঁর ভাই কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গতকাল বুধবার রাতে ডাকাত শাহীনের দলের ২০-২৫ জন সদস্য তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বলেন, রাতে গরু পাচারের সময় ডাকাত দল আবুল কাশেমকে গুলি করে হত্যা করেছে। প্রথমে ওই এলাকায় গরু পাচারকারীরা ডাকাত দলের আক্রমণের শিকার হন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারান। 

চেয়ারম্যান বাবুল আরও জানান, গত তিন মাসে গরু পাচারকে কেন্দ্র করে চারজনকে হত্যা করা হয়েছে। এতে মানুষ আতঙ্কে আছেন। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

উল্লেখ্য, ২১ এপ্রিল গরু পাচারের দ্বন্দ্বে গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইঙ্গাকাটা মৌলভীরঘোনা জাফর আলম (৫২) এবং তাঁর ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) দুর্বৃত্তের কাছে প্রাণ হারান। গত ২ মাসে আরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত