মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে নিহতের দুলাভাইয়ের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ মঙ্গলবার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
নিহত কিশোরী মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান জামালের মেয়ে।
স্থানীয়রা বলছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সুমাইয়া। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এলোপাতাড়ি কোপে তার হাত, কান ও মাথা কেটে যায়। শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে হাত। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই কিশোরীর হাঁক-চিৎকারে প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে থাকা লোকজন ছুটে গেলে ঘাতক পালিয়ে যায়।
নিহত কিশোরীর বাবা মো. আব্দুর রহমান জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মেয়েকে ঘরে রেখে, আমার অন্য বাড়িতে চলে যাই। পরে আমাকে একজন মোবাইলে জানালে আমি এই বাড়িতে এসে দেখি, মেয়ের লাশ পড়ে আছে। আজ (মঙ্গলবার) সে আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার কথা ছিল। পুরাতন মামলার জেরে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, কামাল চৌধুরী ও সাত্তারসহ আরও দুজন হত্যার সাথে জড়িত থাকতে পারে। তবে আমি হত্যার সময় কাউকে দেখিনি।’
এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যাই। পরে মাটিরাঙ্গা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে মেয়ের দুলাভাই সাগরের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।’
মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা অজ্ঞাতনামা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ও হত্যাকারীকে আটক করতে কাজ করছে পুলিশ।’
পুলিশ কর্মকর্তা আমজাদ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর দুলাভাইয়ের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনটি হস্তান্তর করেন।’
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে নিহতের দুলাভাইয়ের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ মঙ্গলবার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
নিহত কিশোরী মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান জামালের মেয়ে।
স্থানীয়রা বলছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সুমাইয়া। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এলোপাতাড়ি কোপে তার হাত, কান ও মাথা কেটে যায়। শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে হাত। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই কিশোরীর হাঁক-চিৎকারে প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে থাকা লোকজন ছুটে গেলে ঘাতক পালিয়ে যায়।
নিহত কিশোরীর বাবা মো. আব্দুর রহমান জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মেয়েকে ঘরে রেখে, আমার অন্য বাড়িতে চলে যাই। পরে আমাকে একজন মোবাইলে জানালে আমি এই বাড়িতে এসে দেখি, মেয়ের লাশ পড়ে আছে। আজ (মঙ্গলবার) সে আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার কথা ছিল। পুরাতন মামলার জেরে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, কামাল চৌধুরী ও সাত্তারসহ আরও দুজন হত্যার সাথে জড়িত থাকতে পারে। তবে আমি হত্যার সময় কাউকে দেখিনি।’
এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যাই। পরে মাটিরাঙ্গা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে মেয়ের দুলাভাই সাগরের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।’
মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা অজ্ঞাতনামা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ও হত্যাকারীকে আটক করতে কাজ করছে পুলিশ।’
পুলিশ কর্মকর্তা আমজাদ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর দুলাভাইয়ের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনটি হস্তান্তর করেন।’
যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অলিদ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সিঁধ কেটে ঘরে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
১২ মিনিট আগেরাজধানীর বংশালে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেনরসিংদীর পলাশ উপজেলায় সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় সহোদরকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। সাকিব ও রাকিব...
১ ঘণ্টা আগে