ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
Thumbnail image

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী মুহুরি প্রজেক্ট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাকিল হক শান্ত (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার সিরাজ মিয়ার ছেলে এবং ফেনী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল হক শান্ত তার দুই বন্ধুসহ প্রাইভেট কার চালিয়ে সোনাগাজী থেকে ফেনীতে আসার পথে ফেনী–সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরোনো রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিল সিরাজ মিয়ার একমাত্র ছেলে। 

দাগনভূঞা–সোনাগাজী সার্কেল পুলিশের এএসপি তাছলিম হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে বিকেল ৪টার দিকে ফেনী সদরের সীমান্তবর্তী লাটিমীতে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় মো. সৈকত (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। সে শর্শদি ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দিকে নিহত সৈকত বোনের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে লাটিমী রাস্তার মাথায় একটি অজ্ঞাত একটি পিকআপ তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত