Ajker Patrika

জুলাই-আগস্টের ইতিহাস ভুলে গেলে চলবে না: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭: ২৯
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা-বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা-বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী বীর তরুণেরা আমাদের এই শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এনেছে। জাতিকে মুক্ত করতে ২ হাজার তরুণ শাহাদাতবরণ করেছে। আহত হয়ে পঙ্গু হয়েছে অসংখ্য তরুণ। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তুলতে হবে।’

একসময় ফেসবুকে স্ট্যাটাস দিলেও চাকরি হারানোর ভয় ছিল বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ‘আমি নিজে রোহিঙ্গা ইস্যুতে বিবেকের তাড়নায় ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে বিব্রত অবস্থায় পড়েছিলাম।’

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি তারুণ্যের উৎসব উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম আশুগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত