Ajker Patrika

 ৯৯৯-এ কল পেয়ে ক্লিনিকের তালা খুলে অবরুদ্ধ নারীকে উদ্ধার

ফেনী প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৪: ০৩
 ৯৯৯-এ কল পেয়ে ক্লিনিকের তালা খুলে অবরুদ্ধ নারীকে উদ্ধার

চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ফেনী শহরের একটি ক্লিনিক থেকে এক নারীকে উদ্ধার করছে পুলিশ। ৯৯৯ থেকে অবরুদ্ধ ওই নারীর কল পেয়ে তালা খুলে তাঁকে বের করা হয়। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড় মসজিদসংলগ্ন ক্লিনিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে তারা শহরের সুমন আরা ডেন্টাল ক্লিনিকের তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করে। ওই নারীর অভিযোগ, তাকে মোটা অঙ্কের বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল সকালে প্রতিষ্ঠানটিতে ডেকে নেয় কর্তৃপক্ষ। একপর্যায় সারা দিন অফিসের বিভিন্ন কাজ করিয়ে রাত ৮টার দিকে অফিস বন্ধ করার সময় বাইরে তালা দিয়ে ওই নারীকে আটকে রেখে চলে যান প্রতিষ্ঠানের মালিক সুমন। 

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে ভেতরে থাকা অবস্থায় বাইরে তালাবন্ধ দেখি। এ সময় একই প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে নারীকে উদ্ধার করি। তবে এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন স্থানীয় লোক জানান, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারীঘটিত অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের মালিক বিভিন্নভাবে প্রতিটি ঘটনা ধামাচাপা দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত