Ajker Patrika

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫: ৫২
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। ভবনটিতে কোল্ড স্টোরেজ রয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

এদিকে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম সূত্র জানিয়েছে, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘এক্সেস রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত