নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল করায় মো. মামুন নামে ন্যাশনাল সার্ভিসের এক কর্মচারীর দুই মাসের বেতন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মচারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মরত।
বেতন আটকে দেওয়ার প্রতিবাদে আজ রোববার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মো. মামুন মানববন্ধন করেন। এ সময় দুই মাসের বকেয়া বেতন ও কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান। মামুন উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
মানববন্ধনে তিনি দাবি করেন, ন্যাশনাল সার্ভিসের চাকরিতে গত বছরের ১ লা সেপ্টেম্বর তিনি মনোনীত হন। চাকরিতে মনোনীত হওয়ার পর উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে তাকে পদায়ণ করা হয় নাসিরনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে।
যোগদানের পর থেকে সেখানে কাজ করে আসছিলেন তিনি। গত আড়াই মাস পূর্বে নাসিরনগর কলেজ মোড়ে বিএনপির দুই গ্রুপের মারামারি হয়। তখন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহত হলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ নিয়ে বিভিন্ন গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে আমার ছবি ছাপা হলে তা প্রাণিসম্পদ কর্মকর্তার দৃষ্টিতে আসে। এর পর আমি অফিসে কাজ করতে পারব না বলে ওই কর্মকর্তা জানিয়ে দেন।
অফিসে গিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে অনুরোধ করার পর তিনি পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময়ে তিনি আরও বলেন, তুমি গিয়ে ছাত্রদল কর, মিছিল মিটিং কর। তোমার চাকরি করার দরকার নাই। ওই ঘটনার পর থেকে আমার দুই মাসের বেতন-ভাতাও বন্ধ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টা মামুন আমাকে জানিয়েছে। ছাত্রদল করায় তার বেতন আটকে দেওয়া সত্যিই দুঃখজনক।
কথা বলতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কারও বেতন বন্ধ করিনি এবং কাজে যোগদান করতেও বাধা প্রদান করিনি। বরং ওই কর্মচারী অফিসে আসেন না দীর্ঘদিন ধরে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে বলতে পারবো।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল করায় মো. মামুন নামে ন্যাশনাল সার্ভিসের এক কর্মচারীর দুই মাসের বেতন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মচারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মরত।
বেতন আটকে দেওয়ার প্রতিবাদে আজ রোববার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মো. মামুন মানববন্ধন করেন। এ সময় দুই মাসের বকেয়া বেতন ও কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান। মামুন উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
মানববন্ধনে তিনি দাবি করেন, ন্যাশনাল সার্ভিসের চাকরিতে গত বছরের ১ লা সেপ্টেম্বর তিনি মনোনীত হন। চাকরিতে মনোনীত হওয়ার পর উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে তাকে পদায়ণ করা হয় নাসিরনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে।
যোগদানের পর থেকে সেখানে কাজ করে আসছিলেন তিনি। গত আড়াই মাস পূর্বে নাসিরনগর কলেজ মোড়ে বিএনপির দুই গ্রুপের মারামারি হয়। তখন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহত হলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ নিয়ে বিভিন্ন গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে আমার ছবি ছাপা হলে তা প্রাণিসম্পদ কর্মকর্তার দৃষ্টিতে আসে। এর পর আমি অফিসে কাজ করতে পারব না বলে ওই কর্মকর্তা জানিয়ে দেন।
অফিসে গিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে অনুরোধ করার পর তিনি পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময়ে তিনি আরও বলেন, তুমি গিয়ে ছাত্রদল কর, মিছিল মিটিং কর। তোমার চাকরি করার দরকার নাই। ওই ঘটনার পর থেকে আমার দুই মাসের বেতন-ভাতাও বন্ধ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টা মামুন আমাকে জানিয়েছে। ছাত্রদল করায় তার বেতন আটকে দেওয়া সত্যিই দুঃখজনক।
কথা বলতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কারও বেতন বন্ধ করিনি এবং কাজে যোগদান করতেও বাধা প্রদান করিনি। বরং ওই কর্মচারী অফিসে আসেন না দীর্ঘদিন ধরে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে বলতে পারবো।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২০ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২৯ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে