কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আওয়ামী লীগ আমলের ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি গোলাম সারোয়ার (৪২) এখন যুবদলের নেতা। ফেনীতে ডিবির হাতে ২০০ ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিলেন তিনি। কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা সারোয়ার বর্তমানে স্থানীয় ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
নাম প্রকাশে অনিচ্ছুক চরকাদিরা ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে মোস্তফা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এলাকার যুবসমাজকে তিনি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এখন যুবদলের নেতা হয়ে আগের ব্যবসা চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন।’
এলাকাবাসী জানিয়েছে, মোস্তফা সারোয়ার প্রায় ১০ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের সঙ্গে আঁতাত করে মাদকের কারবার করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফেনীর মহিপাল থেকে ২০০ ইয়াবাসহ ডিবি পুলিশ তাঁকে আটক করে। ওই মামলায় দীর্ঘদিন তিনি জেলহাজতে ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর আবার নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয় মোস্তফার। তিনি এখন বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজামসহ উপজেলা বিএনপি, যুবদলের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তিনি নিজেকে যুবদলের বড় নেতা হিসেবে সব মহলে প্রচার করেন।
এ বিষয়ে মোস্তফা সারোয়ার বলেন, ‘ফেনী এলাকায় আমি ব্রিক ফিল্ডের কাজ করিয়েছি। ওই এলাকায় কাজ করতে গিয়ে একটি চক্রের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কিছুদিন ইয়াবা সেবনের সঙ্গে জড়িত ছিলাম। পরে ওই চক্র আমাকে ফাঁসিয়ে দেয়। আমি জেল থেকে মুক্ত হয়ে এখন আর এসবের সঙ্গে সম্পৃক্ত নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চরকাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন শাহেদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘মোস্তফা সারোয়ার মাদক কারবারের সঙ্গে জড়িত কি না, আমার জানা নেই। সে রাজনীতির মাঠে সক্রিয়। এর আড়ালে তার কোনো অপকর্ম থাকলে এর দায়ভার তাকেই নিতে হবে।’
আওয়ামী লীগ আমলের ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি গোলাম সারোয়ার (৪২) এখন যুবদলের নেতা। ফেনীতে ডিবির হাতে ২০০ ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিলেন তিনি। কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা সারোয়ার বর্তমানে স্থানীয় ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
নাম প্রকাশে অনিচ্ছুক চরকাদিরা ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে মোস্তফা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এলাকার যুবসমাজকে তিনি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এখন যুবদলের নেতা হয়ে আগের ব্যবসা চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন।’
এলাকাবাসী জানিয়েছে, মোস্তফা সারোয়ার প্রায় ১০ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের সঙ্গে আঁতাত করে মাদকের কারবার করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফেনীর মহিপাল থেকে ২০০ ইয়াবাসহ ডিবি পুলিশ তাঁকে আটক করে। ওই মামলায় দীর্ঘদিন তিনি জেলহাজতে ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর আবার নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয় মোস্তফার। তিনি এখন বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজামসহ উপজেলা বিএনপি, যুবদলের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তিনি নিজেকে যুবদলের বড় নেতা হিসেবে সব মহলে প্রচার করেন।
এ বিষয়ে মোস্তফা সারোয়ার বলেন, ‘ফেনী এলাকায় আমি ব্রিক ফিল্ডের কাজ করিয়েছি। ওই এলাকায় কাজ করতে গিয়ে একটি চক্রের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কিছুদিন ইয়াবা সেবনের সঙ্গে জড়িত ছিলাম। পরে ওই চক্র আমাকে ফাঁসিয়ে দেয়। আমি জেল থেকে মুক্ত হয়ে এখন আর এসবের সঙ্গে সম্পৃক্ত নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চরকাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন শাহেদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘মোস্তফা সারোয়ার মাদক কারবারের সঙ্গে জড়িত কি না, আমার জানা নেই। সে রাজনীতির মাঠে সক্রিয়। এর আড়ালে তার কোনো অপকর্ম থাকলে এর দায়ভার তাকেই নিতে হবে।’
পানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১২ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩৭ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগে