Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হিঙ্গুরি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত শিশুর নাম মো. সুলতান (৩)। সে কুমিল্লার হোমনা থানার শাহাবুদ্দিনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গত মঙ্গলবার সকালে মাছ বিক্রেতা শাহাবুদ্দিন তার ছেলেকে কুমিরা বাজারে নিয়ে যায়। সে ছেলেকে পাশে বসিয়ে বাজারে মাছ বিক্রি করছিল। বাজারে মাছ বিক্রির কাজে ব্যস্ত থাকার ফাঁকে শাহাবুদ্দিনের ছেলে সুলতান হারিয়ে যায়। 

দীর্ঘ খোঁজাখুঁজির পরও শিশু সুলতানের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের চার দিন পর আজ শুক্রবার বিকেলে ৪ নম্বর ওয়ার্ড এলাকার শওকত চৌধুরীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় শিশু সুলতানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন বিষয়টি তাকে জানানোর পর তিনি তাৎক্ষণিক তা সীতাকুণ্ড থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে পরিত্যক্ত ডোবা থেকে তারা শিশুটির মরদেহ উদ্ধার করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে এসআই আমিরুল ইসলাম আরও জানান, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত