নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালত এলাকায় নিয়ন্ত্রণ হারানো পুলিশের একটি পিকআপ ভ্যানের চাপায় মো. হেলাল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম রেজিস্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, বাকলিয়া থানা-পুলিশের একটি ভ্রাম্যমাণ দল গ্রেপ্তার হওয়া আসামিদের কোর্ট হাজতে দিয়ে আসার সময় হঠাৎ ব্রেক ফেল করে।
গাড়িটি কিছু পথ কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটা গাছে ধাক্কা দিয়ে থামানোর সময় দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
চট্টগ্রাম আদালত এলাকায় নিয়ন্ত্রণ হারানো পুলিশের একটি পিকআপ ভ্যানের চাপায় মো. হেলাল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম রেজিস্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, বাকলিয়া থানা-পুলিশের একটি ভ্রাম্যমাণ দল গ্রেপ্তার হওয়া আসামিদের কোর্ট হাজতে দিয়ে আসার সময় হঠাৎ ব্রেক ফেল করে।
গাড়িটি কিছু পথ কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটা গাছে ধাক্কা দিয়ে থামানোর সময় দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৩২ মিনিট আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৩২ মিনিট আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৩২ মিনিট আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৩৭ মিনিট আগে