চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটিকে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত খবরের বিষয় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জামিনুর রহমান সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
তিন সদস্যের তদন্ত কমিটিতে ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দকে আহ্বায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক মো. গোলাম দস্তগীরকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল করিম হাওলাদারকে সদস্য করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় সংক্রান্ত বিষয়সহ বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা যথার্থ ছিল কি-না সেবিষয়ে কমিশনের পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।
উক্ত দুটি বিষয়সহ সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সম্পর্কিত খবরের বিষয় তদন্তপূর্বক কমিশন কর্তৃপক্ষের নিকট সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিল করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব মো. গোলাম দস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটিকে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত খবরের বিষয় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জামিনুর রহমান সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
তিন সদস্যের তদন্ত কমিটিতে ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দকে আহ্বায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক মো. গোলাম দস্তগীরকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল করিম হাওলাদারকে সদস্য করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় সংক্রান্ত বিষয়সহ বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা যথার্থ ছিল কি-না সেবিষয়ে কমিশনের পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।
উক্ত দুটি বিষয়সহ সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সম্পর্কিত খবরের বিষয় তদন্তপূর্বক কমিশন কর্তৃপক্ষের নিকট সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিল করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব মো. গোলাম দস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করব।’
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
২ মিনিট আগেনিষিদ্ধ ব্রাহমা গরু বিক্রি করে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থপাচার মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
৬ মিনিট আগেপ্রায় চার বছর আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে চিকিৎসক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন
১২ মিনিট আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে