সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
Thumbnail image
সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে আগুন লেগে পাশের ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন টিঅ্যান্ডটি রোডের সামনে এ আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল রাত সোয়া ১২টার দিকে তেলের ডিপোতে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন মুহূর্তে পাশের শিখা ফার্নিচার শোরুম, স্টেশনারি দোকান, গার্মেন্টস জুটের গুদাম, কুলিং কর্নার, ফার্নিচার দোকান, রড-সিমেন্টের দোকানসহ কয়েকটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও বায়োজিদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের ডিপোসহ ১৫টি দোকান পুড়ে যায়।

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান। ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে দুটি ইউনিট যায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বায়োজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকেও আনা হয়। চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ডিপোসহ ১৫টি দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলকর্মীদের

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

গ্রেপ্তার সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত