কক্সবাজার প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৩৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক ওই ক্যাম্পের সিরাজুল মিয়ার ছেলে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, ‘গত কয়েক মাস ধরে বাদশা মিয়ার সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী এক রোহিঙ্গার মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। শনিবার রাত ৯টার দিকে ঘরের বাইরে বাদশা মিয়া স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় অজ্ঞাত পরিচয়ে ৪-৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর (বাদশা মিয়া) ওপর হামলা করে। হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ পরে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পূর্ব শত্রুতার জেরে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৩৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক ওই ক্যাম্পের সিরাজুল মিয়ার ছেলে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, ‘গত কয়েক মাস ধরে বাদশা মিয়ার সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী এক রোহিঙ্গার মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। শনিবার রাত ৯টার দিকে ঘরের বাইরে বাদশা মিয়া স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় অজ্ঞাত পরিচয়ে ৪-৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর (বাদশা মিয়া) ওপর হামলা করে। হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ পরে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে