উখিয়া রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

পূর্ব শত্রুতার জেরে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৩৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে। 

নিহত যুবক ওই ক্যাম্পের সিরাজুল মিয়ার ছেলে। 

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, ‘গত কয়েক মাস ধরে বাদশা মিয়ার সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশী এক রোহিঙ্গার মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। শনিবার রাত ৯টার দিকে ঘরের বাইরে বাদশা মিয়া স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় অজ্ঞাত পরিচয়ে ৪-৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর (বাদশা মিয়া) ওপর হামলা করে। হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ পরে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত