রামুতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২১: ৪৯
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২২: ৪৩

কক্সবাজারের রামু উপজেলার বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জে ফরেস্ট অফিস এলাকার পূর্ব পাশে ভিআইপি পাহাড়ের তুলাগাছতলায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিন। 

নিহত ব্যক্তি জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ রশিদ আহমদ। 

জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জোয়ারিয়ানালা রেঞ্জ থেকে এক-দেড় কিলো গহিন জঙ্গলে হাতির আক্রমণে এই কৃষক নিহত হন।’

কবির উদ্দিন আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রামু থানা-পুলিশের কাছে হস্তান্তর করার হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত