কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়া মোটরসাইকেলের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (২)। সে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। আহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।
কক্সবাজারোর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়িতে উখিয়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি রামু পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের ওপর ছিটকে পড়ে। এতে মা ও শিশুটি আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারি গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।’ এ ঘটনায় আহত ও নিহতের পরিবারের চিকিৎসাসহ সার্বিক সহায়তায় প্রশাসন পাশে থাকবেন বলে জানান তিনি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী আজকের পত্রিকা বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল আরোহী আবদুল করিম (৩৫) টেকনাফের হ্নীলার বাসিন্দা। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়া মোটরসাইকেলের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (২)। সে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। আহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।
কক্সবাজারোর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়িতে উখিয়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি রামু পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের ওপর ছিটকে পড়ে। এতে মা ও শিশুটি আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারি গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।’ এ ঘটনায় আহত ও নিহতের পরিবারের চিকিৎসাসহ সার্বিক সহায়তায় প্রশাসন পাশে থাকবেন বলে জানান তিনি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী আজকের পত্রিকা বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল আরোহী আবদুল করিম (৩৫) টেকনাফের হ্নীলার বাসিন্দা। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।
৭ মিনিট আগেরাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী ও কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে