কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানসহ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করছে সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সোনিয়া আক্তার হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড এবং শিশু নীরব (৩) ও আফসি (১) ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
গৃহবধূর স্বামী আবদুর রহমান বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন আগে আমাদের মধ্যে ঝামেলা হয়। পরে তা পারিবারিকভাবে সমাধানও হয়ে যায়। পরে গতকাল রাতে স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে ছোট একটি বিষয় নিয়ে আমার বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে সোনিয়া নীরব ও আফসিকে নিয়ে ঘর থেকে বাইরে চলে যায়। এ সময় বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে আমার স্ত্রী জানায় তারা প্রকৃতির ডাকে সাড়া (প্রস্রাব) দিতে বাইরে যাচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির উঠান থেকে তাদের গোঙানির শব্দ পেয়ে আমরা দৌড়ে যাই এবং বুঝতে পারি তারা বিষ খেয়েছে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশু দুটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানসহ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করছে সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সোনিয়া আক্তার হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড এবং শিশু নীরব (৩) ও আফসি (১) ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
গৃহবধূর স্বামী আবদুর রহমান বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন আগে আমাদের মধ্যে ঝামেলা হয়। পরে তা পারিবারিকভাবে সমাধানও হয়ে যায়। পরে গতকাল রাতে স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে ছোট একটি বিষয় নিয়ে আমার বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে সোনিয়া নীরব ও আফসিকে নিয়ে ঘর থেকে বাইরে চলে যায়। এ সময় বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে আমার স্ত্রী জানায় তারা প্রকৃতির ডাকে সাড়া (প্রস্রাব) দিতে বাইরে যাচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির উঠান থেকে তাদের গোঙানির শব্দ পেয়ে আমরা দৌড়ে যাই এবং বুঝতে পারি তারা বিষ খেয়েছে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশু দুটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
৬ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
১৯ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
২৪ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৪ মিনিট আগে