Ajker Patrika

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ১২: ৩৭
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় নিহত ১

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের হাজীরপাড়া বাজার এলাকায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের হাজীরপাড়া বাজারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আনুমানিক ৫২ বছর বয়সের এ ব্যক্তি। এ সময় দ্রুতগতিতে চলা একটা ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ট্রাকের চাপায় ৫২ বছর বয়সের বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত