লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

মানিকছড়ি (প্রতিনিধি) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৭: ৪৮

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডার অর্থায়নে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ‘শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিক এ কর্মশালায় উপজেলার ইয়ুথ ক্লাব সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউএনডিপির কনসালট্যান্ট সুযশ চাকমা, প্রশিক্ষক ও দীঘিনালা মহিলাবিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জবরুদ খান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান, ইউএনডিপি প্রতিনিধি মো. সেলিম উদ্দীন, ইফসার কো-অর্ডিনেটর মোহাম্মদ মহিন উদ্দিন, মনিটরিং কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা সমন্বয়ক মংউসা মারমা প্রমুখ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত