Ajker Patrika

কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফেল করা ১৫৫ শিক্ষার্থী পুনর্মূল্যায়নে পাস

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফেল করা ১৫৫ শিক্ষার্থী পুনর্মূল্যায়নে পাস

কুমিল্লা বোর্ডের ১২ হাজার ৩৮ জন এসএসসি শিক্ষার্থী ফল প্রকাশের পর তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করে। পুনর্মূল্যায়নে ফেল করা ১৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। ৩৭ জন পেয়েছে জিপিএ ৫ ও ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনরায় এ ফল প্রকাশ করা হয়। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থীর ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ‘আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই–বাছাই শেষে শনিবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।’ 

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত