Ajker Patrika

২০ বছর পর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ জুন ২০২১, ১৭: ১১
২০ বছর পর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

চট্টগ্রাম: দীর্ঘ দুই দশক পর হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আগামীকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভার্চ্যুয়াল এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম জিয়া উদ্দিন।

জিয়া উদ্দিন জানান, এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবার সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। এরপর সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। সম্মেলন সফল করতে ৫০১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১৪টি উপপরিষদ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

আগামীকাল সকালে ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সম্মেলনে যুক্ত থাকবেন। সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ফারুক আমজাদ খান, জমির সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপপাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত