Ajker Patrika

নদভীর সেই পাকিস্তানি বন্ধুর বিদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২: ৪৭
নদভীর সেই পাকিস্তানি বন্ধুর বিদায়

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীকে দায়িত্ব থেকে সরিয়ে দিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রশাসন। ২৩ জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তাঁর বন্ধু মোহাম্মদ আমিন নদভী বিশ্ববিদ্যালয়ে মোরালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে গত ২১ নভেম্বর আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এরপর ২৩ জানুয়ারি মোহাম্মদ আমিন নদভীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ আমিন নদভীর জায়গায় দায়িত্ব পালন করবেন শাকের আলম। এই দায়িত্ব ছাড়ার পর মোহাম্মদ আমিন নদভী ক্যাম্পাস ছেড়েছেন।

এ বিষয়ে আইআইইউসির সহ-উপাচার্য মনসুরুল মাওলা বলেন, ‘মোহাম্মদ আমিন নদভীর জায়গায় প্রফেসর শাকের আলমকে নিয়োগ দেওয়ার কথা শুনেছি। এই অবস্থায় মোহাম্মদ আমিন নদভী আইআইইউসিতে আর কোনো দায়িত্বে নেই।’

মোহাম্মদ আমিন নদভী পাকিস্তানের নাগরিক। বহুদিন ধরে বসবাস সংযুক্ত আরব আমিরাতে। ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন আইআইইউসিতে।

সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দির নদভীর সঙ্গে তাঁর ছোটবেলার বন্ধুত্ব। সেই যোগসূত্রে বাংলাদেশে এসেছেন তিনি। যদিও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত