Ajker Patrika

নাফ নদ থেকে রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৬: ১২
নাফ নদ থেকে রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা দুই দিন আগে মাছ ধরতে নেমে নিখোঁজ হন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদের দমদমিয়া ঘাট এলাকায় ভাসমান অবস্থায় তাঁদের মৃতদেহ পাওয়া যায়। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন টেকনাফের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নুর উল্লাহ (৩৭) ও তাঁর ছেলে রুহুল আমিন (১৩)। 

টেকনাফ নৌ -পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্বজন ও স্থানীয়দের বরাতে তপন কুমার বিশ্বাস বলেন, রোহিঙ্গা ছালামত উল্লাহ ও তাঁর ছেলে রুহুল আমিন নাফ নদে নিয়মিত মাছ শিকারে যেতেন। সোমবার সকালেও বাবা-ছেলে প্রতিদিনের মতো মাছ ধরতে নামে। মাছ শিকারের একপর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে যান। 

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে স্বজনেরা নৌ পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে জানান। গতকাল বিকেলে নাফ নদের দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাবা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত