Ajker Patrika

৫০ হাজার ধাতব মুদ্রা দিয়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১: ৩৯
৫০ হাজার ধাতব মুদ্রা দিয়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

কক্সবাজারের রামুতে ৫০ হাজার ধাতব মুদ্রা (পয়সা) দিয়ে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রামু উপজেলার শহীদ মিনার চত্বরে ‘বঙ্গবন্ধু সবার’ শিরোনামে ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির এ কাজ শুরু হয়। 

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৫০ হাজার ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর শিল্পকর্ম তৈরিসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে বঙ্গবন্ধুর আরও ৯৯টি শিল্পকর্ম তৈরি করা হবে। রামু উপজেলার মেরংলোয়ার সন্তান তরুণ শিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ এসব শিল্পকর্ম তৈরি করছেন। এরই মধ্যে প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে বঙ্গবন্ধুর মুখের ১৫টি শিল্পকর্ম তৈরি করা হয়েছে। মাটি, পেরেক, সুতো ও সমুদ্রের বালু দিয়ে তৈরি চারটি শিল্পকর্মের আজ প্রদর্শনী করা হয়েছে। 

শিল্পী সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে এমন আয়োজন করেছি। ২০২২ সালের মার্চ মাসের আগেই পঞ্চাশ হাজার ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কাজ শেষ হবে বলে আশা রাখছি।’ 

সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মুদি দোকান ও বন্ধুবান্ধবের মাটির ব্যাংক থেকে তিনি পয়সা সংগ্রহ করেছেন। নিজের টাকা খরচ করে তিনি এসব শিল্পকর্ম তৈরি করছেন। শিল্পী সাজ্জাদ হোসেনের প্রত্যাশা তাঁর এমন শিল্পকর্ম তৈরির কাজে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। 

অনুষ্ঠানের উদ্বোধন করে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা তপন মল্লিক বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রতি এমন ভালোবাসা প্রশংসনীয়। সবার উচিত সহযোগিতায় এগিয়ে আসা। শিল্পীকে যথাযথ মর্যাদা না দিলে এমন কাজ ভবিষ্যতে হবে না।’ 

শিক্ষক সুমথ বড়ুয়া বলেন, ‘নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে আরও নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। সাজ্জাদ হোসেন আমার ছাত্র। সে প্রতিভাবান ছেলে।’ 

উল্লেখ্য, শিল্পী সাজ্জাদ হোসেন এর আগে ১০ হাজার ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর অবয়ব তৈরি করেছিলেন। যা ঢাকার টিএসসিতে প্রদর্শিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত