Ajker Patrika

কেইপিজেডে টেন্ডার কাণ্ড: এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা বহিষ্কার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
কেইপিজেডে টেন্ডার নিয়ে কর্মকর্তাকে হুমকির ফুটেজ। ফাইল ছবি
কেইপিজেডে টেন্ডার নিয়ে কর্মকর্তাকে হুমকির ফুটেজ। ফাইল ছবি

চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) কারখানায় টেন্ডার কাণ্ডে দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আব্দুল করিমকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে একই ঘটনায় গত ২৫ অক্টোবর কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আবদুল করিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর চট্টগ্রাম কেইপিজেডে আমেরিকান অ্যান্ড ইফার্ড (বাংলাদেশ) কারখানার খাবারের টেন্ডার নিয়ে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের ডিজিএম শেগুফতা গনিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে যুবদল নেতাদের বিরুদ্ধে। পরে তিনি কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে বলা হয়, কোম্পানিতে খাবারের টেন্ডার পাওয়ার জন্য দুই মাস আগ থেকে কারখানার ডিজিএমকে প্রস্তাব দেন ইলিয়াস কাঞ্চনসহ অভিযুক্তরা। ওই সময় তিনি কোম্পানির নিয়ম অনুযায়ী বিবেচনা করার কথা জানান। কিন্তু অভিযুক্তরা প্রতি সপ্তাহে বাদীর মোবাইলে ফোনে কল করে বিষয়টি সম্পর্কে জানতে চান।

সর্বশেষ ২১ অক্টোবর বিকেলে মো. ইলিয়াছ কাঞ্চন, মো. কাইয়ুম খানসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন একটি মাইক্রোবাসে করে ফ্যাক্টরিতে গিয়ে হুমকি-ধমকি দেন এবং গালাগাল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত