ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৫০ বস্তা চিনিসহ আ.লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৯: ১০
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নুরুন্নবী কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। 

গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক নুরুন্নবী আজমল ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারি নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত বাড়ি থেকে ১০ বস্তা ভারতীয় চিনিসহ আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা জনি নামে অপর একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটক আজমলের দেওয়া তথ্যমতে বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, মোট ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত