চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সমাজের কাছে আপনাদের (ইমাম) কথা গুরুত্ব বহন করে। মানুষকে সঠিক পথে রাখা আপনাদের একটা বড় দায়িত্ব। একটি চক্র বইয়ের মাধ্যমে ইসলাম ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অপপ্রচার করছে। আল্লাহ ছাড়া কী কেউ ইসলাম ধ্বংস করতে পারবে? ইসলামের সেবা বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যার হাতেই হয়েছে।’
আজ বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের কদমতলা নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সেবা করার সুযোগ পেয়েছি এবং এত বড় সম্মানের জায়গায় আসতে পেরেছি। আপনাদের মাথা ছোট হয় এমন কোনো কাজ আমি কখনো করিনি। অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা প্রচারে অংশ নিলে নিজের দায়িত্ব পালন করা হলো না।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে পরিবর্তনের গতি বেশি। ক্ষণে ক্ষণে নতুন নতুন প্রযুক্তি আসছে। সবার সন্তানরা যেন প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে পারে সে ধরনের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যেটা সত্য না, তা বইতে আসতে পারে না। কুচক্রি মহল বানর থেকে মানুষ হয়েছে এ কথাটা ছড়াচ্ছে। আর কিছু মানুষ তার পেছনেই দৌড়াচ্ছে যাচাই না করে।’
চলমান রাজনীতি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘সরকার কি ধাক্কা দিয়া ফেলার জিনিস! আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে কেউ না খেয়ে থাকে না। সবার ছেলে মেয়েরা স্কুলে যায়, উপবৃত্তি পায়। শেখ হাসিনার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে মানুষের কল্যাণে কাজ করে তাকে কি ধাক্কা মেরে ফেলে দেওয়া যায়! যখন কোন ইস্যু পাচ্ছে না তখন বই নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. জে আর ওয়াজেদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রুহুল আমিন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মো. মোশাররফ হোসেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সমাজের কাছে আপনাদের (ইমাম) কথা গুরুত্ব বহন করে। মানুষকে সঠিক পথে রাখা আপনাদের একটা বড় দায়িত্ব। একটি চক্র বইয়ের মাধ্যমে ইসলাম ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অপপ্রচার করছে। আল্লাহ ছাড়া কী কেউ ইসলাম ধ্বংস করতে পারবে? ইসলামের সেবা বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যার হাতেই হয়েছে।’
আজ বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের কদমতলা নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সেবা করার সুযোগ পেয়েছি এবং এত বড় সম্মানের জায়গায় আসতে পেরেছি। আপনাদের মাথা ছোট হয় এমন কোনো কাজ আমি কখনো করিনি। অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা প্রচারে অংশ নিলে নিজের দায়িত্ব পালন করা হলো না।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে পরিবর্তনের গতি বেশি। ক্ষণে ক্ষণে নতুন নতুন প্রযুক্তি আসছে। সবার সন্তানরা যেন প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে পারে সে ধরনের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যেটা সত্য না, তা বইতে আসতে পারে না। কুচক্রি মহল বানর থেকে মানুষ হয়েছে এ কথাটা ছড়াচ্ছে। আর কিছু মানুষ তার পেছনেই দৌড়াচ্ছে যাচাই না করে।’
চলমান রাজনীতি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘সরকার কি ধাক্কা দিয়া ফেলার জিনিস! আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে কেউ না খেয়ে থাকে না। সবার ছেলে মেয়েরা স্কুলে যায়, উপবৃত্তি পায়। শেখ হাসিনার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে মানুষের কল্যাণে কাজ করে তাকে কি ধাক্কা মেরে ফেলে দেওয়া যায়! যখন কোন ইস্যু পাচ্ছে না তখন বই নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. জে আর ওয়াজেদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রুহুল আমিন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মো. মোশাররফ হোসেন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে