Ajker Patrika

রামগঞ্জে তথ্য গোপন করে ভোটে জয়ী, গেজেট স্থগিত ও প্রার্থিতা বাতিলের দাবি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে তথ্য গোপন করে ভোটে জয়ী, গেজেট স্থগিত ও প্রার্থিতা বাতিলের দাবি

তথ্য গোপন করে ভোটে জয়ী হওয়ার ঘটনার ৯ দিন পর গেজেট বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী ও নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন দুই পরাজিত প্রার্থী মোহাম্মদ হোসেন বাবুল ও জাকির হোসেন। আজ মঙ্গলবার জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ অভিযোগ দায়ের করেন তাঁরা। 

দুই প্রার্থী তাঁদের অভিযোগে জানা যায়, হাসান পাটোয়ারী রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাউদেরখীল গ্রামের ভোটার তিনি। কিন্তু তিনি তথ্য গোপন করে গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ড শৈরশৈ গ্রাম থেকে মোরগ প্রতীকে নির্বাচিত হন। 

নির্বাচনে নোয়াগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শৈরশৈ থেকে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বাবুল (ভ্যানগাড়ি), জাকির হোসেন (ফুটবল), দেলোয়ার হোসেন (আপেল), আবুল কালাম (তালা) ও হাসান পাটোয়ারী (মোরগ প্রতীকে) অংশগ্রহণ করেন। ভোটের দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও মোরগ প্রতীকের প্রার্থী হাসান পাটোয়ারী ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি। বিষয়টি নিয়ে তখন কোনো সন্দেহ না হলেও পরবর্তী সময়ে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করলে তাতে গড় মিল দেখা যায়। 

ওই দুই প্রার্থী বলেন, ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ২৬ (১) এর (ঘ) ধারা লঙ্ঘন করে ভোটার তালিকার তথ্য গোপন করায় সদ্য নির্বাচিত ইউপি সদস্যের গেজেট স্থগিত করণসহ প্রার্থিতা বাতিলের দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে হাসান পাটোয়ারী বলেন, আমি মূলত শৈরশৈ ওয়ার্ডের ভোটার। কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুলক্রমে আমার ভোটার এলাকা সাউদেরখীল হওয়ায় ঝামেলা দেখা দিয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু তাহের বলেন, আমি ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত