কক্সবাজারে ‘গোপন বৈঠক’ থেকে ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১: ০২
Thumbnail image
কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ জন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হোটেলটির সম্মেলনকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।

গ্রেপ্তার ইউপি সদস্যরা আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, গতকাল রাতে জেলার ৯ উপজেলার ইউপি সদস্যদের সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের একটি আলোচনা সভা ছিল। সভায় ৭০-৭২ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভা চলাকালীন পুলিশ এসে গোপন বৈঠকের অভিযোগ তুলে সভাটি পণ্ড করে দেয়। সেখানে ঘণ্টাব্যাপী পুলিশ হলরুমও ঘেরাও করে রাখে। এতে পর্যটন জোনের ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহির আহমেদ জানান, জেলা মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তাঁরা উপস্থিত হয়েছিলেন। সভায় দেশের সংকটময় পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করা যায়, তা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু হঠাৎ পুলিশ ও সমন্বয়ক দাবি করা কিছু ছেলে ঢুকে তাদের বৈঠকটি পণ্ড করে দেন।

ওসি ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছেন এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত