অপহৃত পাহাড়ি কিশোরী ঢাকা থেকে উদ্ধার, হাতে পেয়েও চীনাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৯: ৩৯
Thumbnail image

রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজ এক কিশোরীকে রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ২৩ নম্বর বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি বলেন, ‘ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে ভুক্তভোগী পুলিশের হেফাজতে আছে। তার স্বজন এলে তাদের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

পুলিশ বলছে, উদ্ধার হওয়া কিশোরী ১৯ জুন বাঘাইছড়ির বাড়ি থেকে রাঙামাটি আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। 

ভুক্তভোগীর চাচা আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (ভুক্তভোগী) আনতে বাঘাইছড়ি থানা–পুলিশসহ এক আত্মীয় ঢাকায় গেছে। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি চাই।’ 

তিনি ঘটনার বর্ণনায় জানান, ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছিল না। গতকাল এক বন্ধুকে সে ফেসবুকে মেসেজ দিয়ে জানায়, তাকে ঢাকায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তবে ঢাকার কোথায়, সেটি সে বলতে পারছিল না। তাকে খেতেও দেওয়া হচ্ছে না বলে উদ্ধারের আকুতি জানায় ওই কিশোরী। 

তিনি আরও বলেন, পরে ভুক্তভোগীর ওই বন্ধু ঢাকায় অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানায়। পরে তারা কৌশলে ভুক্তভোগীর অবস্থান চিহ্নিত করে ওই বাসায় পৌঁছায়। এ সময় ভুক্তভোগী কিশোরী জানালা দিয়ে হাত বের করে নিজের অবস্থান জানায়।

ওই কিশোরীকে উদ্ধার করতে যান টিপু চাকমা (২২)। তিনি ঢাকায় একটি কলেজে পড়ছেন। টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লোকেশন নিশ্চিত হওয়ার পর ৯৯৯–এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই। কিন্তু স্থানীয় পুলিশ সহযোগিতা না করায়, রাঙামাটির এক সাংবাদিকের সহায়তায় বাঘাইছড়ি থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পরে উত্তরা পশ্চিম থানা থেকে একটি টিম ঘটনাস্থলে যায়।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখে ওই কিশোরী ছাড়াও আরেকটি কক্ষে এক চীনা নাগরিক রয়েছেন। উনিই ওই মেয়েকে তালাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে আটক করেনি। শুধু মেয়েকে নিয়ে থানায় চলে আসে।’

ভুক্তভোগীকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন শুভ চাকমা (২৮)। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ অনেকক্ষণ ডাকাডাকির পরও চীনা নাগরিক ফ্ল্যাটের তালা খুলে দেয়নি। ঘণ্টারও বেশি সময় কোনো সাড়া দেয়নি। পরে বাধ্য হয়ে পুলিশ তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছে।’ 

তিনি আরও বলেন, ‘চীনা নাগরিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আমরা পুলিশকে অনুরোধ করেছি। কিন্তু পুলিশ শোনেনি।’ 

এ বিষয়ে ভুক্তভোগী কিশোরী আজকের পত্রিকাকে জানায়, চীনে যাওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক নারীর মাধ্যমে তিনি ঢাকায় পৌঁছান। ওই নারী তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার পর আর দেখা করেননি। আসার পর থেকে তাকে কোনো খাবার দেওয়া হচ্ছিল না। তাকে প্রচুর ভয় দেখানো হতো। 

সে আরও জানায়, গতকাল মঙ্গলবার সকালে বাঘাইছড়ির মামিয়া, বরকল এলাকার সজীব চাকমাসহ আরও দুজন নারী ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। মামিয়া চাকমা তার কাছ থেকে স্বর্ণ, মোবাইলের সিম, টাকা সব কেড়ে নেন। পরে চলে যাওয়ার সময় কাউকে কিছু বলতে নিষেধ করেন। তার অবস্থানের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন মামিয়া ও সজীব। 

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব চাকমার বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ঠেগায় এবং মামিয়া চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে। 

পুলিশ জানিয়েছে, সজীব চাকমার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত