Ajker Patrika

বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

বান্দরবান প্রতিনিধি
বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিজয় দিবসের ব্যানার। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিজয় দিবসের ব্যানার। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করায় বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষং ইউনিয়নের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে এ ব্যানার লেখা হয়।

গতকাল আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন খানের স্বাক্ষর করা কারণ দর্শানোর নোটিশ থেকে বিষয়টি জানা গেছে। নোটিশে বলা হয়, ‘আপনার বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানরর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি লঙ্ঘনের শামিল।’

নোটিশে আরও বলা হয়, ‘এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না, তা চিঠি প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব নিম্ন স্বাক্ষরকারীর কাছে দাখিল করতে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে আলীকদমের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবী আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা যাবে না বা ব্যানার কোন ধরনের হবে এ বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। ছাত্ররা এ ব্যানার করেছে। তারপরও আমি শোকজের জবাব দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত