নোয়াখালী প্রতিনিধি
প্রচণ্ড গরমে নোয়াখালীর বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ-নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
আজ রোববার সকালে বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা চতুর্থ শ্রেণির একজন ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়ে। পরে একই শ্রেণির আরও তিন ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে ৪ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর শিক্ষার্থীদের বেশি বেশি পানি খাওয়ার জন্য বলা হয়েছে।
অপরদিকে, সকাল সোয়া ১০টার দিকে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর গরমে অসুস্থ হয়ে পড়েন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন। পরে বিদ্যালয় পাশ্ববর্তী মা-মনি ক্লিনির একজন স্বাস্থ্য সহকারীকে এনে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় অন্য সকল শ্রেণির শিক্ষার্থীদের স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টির যেসব কক্ষে পাঠদান চলে সেগুলো টিনসিডের। যার ফলে ওই কক্ষগুলোয় পাঠদানের সময় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করে। তার মধ্যে বিদ্যুতের লোডশেডিং এর সমস্যাতো আছেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাতেমা ইসরাত ডলি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঠদান শুরু হওয়ার কিছুক্ষণ পর ষষ্ঠ শ্রেণির একে একে এগার জন শিক্ষার্থীর মাথা ব্যাথা, পেট ব্যাথা দেখা দেয়। তাদের অসুস্থতার কারণ প্রচণ্ড গরম। বিষয়টি আমরা বুঝতে পেরে দ্রুত পাশ্ববর্তী মা-মনি ক্লিনিক থেকে একজন স্বাস্থ্য-সহকারীকে এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আমাদের একজন সহকারী শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়টির নতুন ভবনের কাজ চলমান থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের টিনসিডের কক্ষে পাঠদান নিতে হচ্ছে। এরমধ্যে গরমের মাত্রা বেড়ে যাওয়ায় অনেক ভেগ পেতে হচ্ছে।
প্রচণ্ড গরমে নোয়াখালীর বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ-নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
আজ রোববার সকালে বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা চতুর্থ শ্রেণির একজন ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়ে। পরে একই শ্রেণির আরও তিন ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে ৪ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর শিক্ষার্থীদের বেশি বেশি পানি খাওয়ার জন্য বলা হয়েছে।
অপরদিকে, সকাল সোয়া ১০টার দিকে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর গরমে অসুস্থ হয়ে পড়েন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন। পরে বিদ্যালয় পাশ্ববর্তী মা-মনি ক্লিনির একজন স্বাস্থ্য সহকারীকে এনে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় অন্য সকল শ্রেণির শিক্ষার্থীদের স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টির যেসব কক্ষে পাঠদান চলে সেগুলো টিনসিডের। যার ফলে ওই কক্ষগুলোয় পাঠদানের সময় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করে। তার মধ্যে বিদ্যুতের লোডশেডিং এর সমস্যাতো আছেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাতেমা ইসরাত ডলি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঠদান শুরু হওয়ার কিছুক্ষণ পর ষষ্ঠ শ্রেণির একে একে এগার জন শিক্ষার্থীর মাথা ব্যাথা, পেট ব্যাথা দেখা দেয়। তাদের অসুস্থতার কারণ প্রচণ্ড গরম। বিষয়টি আমরা বুঝতে পেরে দ্রুত পাশ্ববর্তী মা-মনি ক্লিনিক থেকে একজন স্বাস্থ্য-সহকারীকে এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আমাদের একজন সহকারী শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়টির নতুন ভবনের কাজ চলমান থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের টিনসিডের কক্ষে পাঠদান নিতে হচ্ছে। এরমধ্যে গরমের মাত্রা বেড়ে যাওয়ায় অনেক ভেগ পেতে হচ্ছে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৬ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৯ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩১ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে