কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের দু সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেপ্তাররা হলেন—চৌদ্দগ্রামের কুলাসার এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেনকে (৩২) ও মো. ফরহাদ হোসাইন (২৬)।
পুলিশ সুপার জানান, উপজেলার মুন্সিরহাটের আনন্দপুর জামে মসজিদের মাঠ থেকে গত সোমবার একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার তদন্ত ও মোটরসাইকেল উদ্ধারের অভিযান চালায় পুলিশ।
ফেনীর সীমান্তবর্তী এলাকার লাটিমি রাস্তার মাথা হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য মতে চুরি হওয়া মোটরসাইকেলটি নম্বর প্লেট খোলা অবস্থায় উদ্ধার করা হয়। সাদ্দাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণুপুর এলাকার সোহেলসহ মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের তথ্য দেন। এবং তাঁদের কাছে আরও বেশ কয়েকটি চোরাই মোটরসাইকেল আছে বলেও জানান। তার তথ্যের ভিত্তিতে ওই মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সোহেলের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, গ্যারেজ মিস্ত্রি শাহ আলম পালিয়ে যায়। এ সময় চক্রের সদস্য ফরহাদ হোসাইনকে একটি চোরাই লিভো হোল্ডাসহ আটক করা হয়।ফরহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেলের বাড়িতে থাকা তিনটি বিভিন্ন ব্রান্ডের নম্বর প্লেট বিহীন মোটরসাইকেলসহ মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাঁরা পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সোহেলের বাড়িতে এনে নম্বর প্লেট খুলে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণি বাদী হয়ে থানায় মামলা করেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের দু সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেপ্তাররা হলেন—চৌদ্দগ্রামের কুলাসার এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেনকে (৩২) ও মো. ফরহাদ হোসাইন (২৬)।
পুলিশ সুপার জানান, উপজেলার মুন্সিরহাটের আনন্দপুর জামে মসজিদের মাঠ থেকে গত সোমবার একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার তদন্ত ও মোটরসাইকেল উদ্ধারের অভিযান চালায় পুলিশ।
ফেনীর সীমান্তবর্তী এলাকার লাটিমি রাস্তার মাথা হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য মতে চুরি হওয়া মোটরসাইকেলটি নম্বর প্লেট খোলা অবস্থায় উদ্ধার করা হয়। সাদ্দাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণুপুর এলাকার সোহেলসহ মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের তথ্য দেন। এবং তাঁদের কাছে আরও বেশ কয়েকটি চোরাই মোটরসাইকেল আছে বলেও জানান। তার তথ্যের ভিত্তিতে ওই মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সোহেলের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, গ্যারেজ মিস্ত্রি শাহ আলম পালিয়ে যায়। এ সময় চক্রের সদস্য ফরহাদ হোসাইনকে একটি চোরাই লিভো হোল্ডাসহ আটক করা হয়।ফরহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেলের বাড়িতে থাকা তিনটি বিভিন্ন ব্রান্ডের নম্বর প্লেট বিহীন মোটরসাইকেলসহ মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাঁরা পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সোহেলের বাড়িতে এনে নম্বর প্লেট খুলে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণি বাদী হয়ে থানায় মামলা করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
২ মিনিট আগেআত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয়
১৪ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে