জামায়াত ক্ষমতায় গেলে দেশের সবাই ভালো থাকবে: অধ্যাপক মজিবুর রহমান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬: ২৮
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১: ৫৯
ফরিদগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে অধ্যাপক মজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ দল নির্বিশেষে এ দেশের সকলে ভালো থাকবে, সুখে থাকবে। আজ শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়ইনি, বরং গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ আসলে গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল।’

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশ থেকে সুদকে উৎখাত করবে। সুদকে উৎখাত করতে পারলে এ দেশ উন্নত হবে। সুদি, জুলুমকারী সরকার বাংলাদেশে আসতে দিতে চাই না। বিগত অনেক সরকারই এসেছে, কোনো সরকারই আল্লাহর আইন মেনে চলেনি। বরং আল্লাহর আইন ভেঙেছে। কোরআনের আইন মেনে চললে দেশের বিভিন্ন স্থানে অন্যায়-অত্যাচার হতো না।’

জামায়াতের এই নেতা বলেন, ‘জনগণ বলতে শুরু করেছে, এটাকেও দেখেছি, ওটাকেও দেখেছি; এবার ইসলামী আইনের শাসন দেখতে চাই। আল্লাহর আইন বাস্তবায়ন ও সুদ, বেহায়াপনা, অশ্লীলতা, নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। গত ৫৩ বছরে যেখানে একটি সমৃদ্ধ ও সুখী রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বৈরশাসন, লাঠির শাসন এবং সর্বশেষ ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। এর থেকে মুক্তির একমাত্র পথ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা। জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ দল নির্বিশেষে এ দেশের সকলে ভালো থাকবে, সুখে থাকবে।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউনুছ হেলালের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসাইন ও পৌর সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা আমির আবুল হাছনাত আহমদ উল্লাহ মিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া, জেলা শুরা সদস্য ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান, মহানগরীর সাবেক শুরা সদস্য মাওলানা এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মো. শাহ আলম, চাঁদপুর শহর শাখার আমির শাহজাহান খান, হাজীগঞ্জ পৌর আমির আবুল হাসানাত ও ফরিদগঞ্জ পৌর আমির মাওলানা মো. মিজানুর রহমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানা চত্বরে যুবদল নেতার মৃত্যু: প্রেমের ঘটনা মীমাংসায় বসে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ

সাদ অনুসারী শীর্ষ মুরব্বি জিয়া বিন কাশেম চট্টগ্রামে গ্রেপ্তার

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সি-বিচে বাংলাদেশি দম্পতির মৃত্যু

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় ছিল না: উপদেষ্টা তৌহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত