সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে ঈদের পর ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত অপর পরিবহনগুলোকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার থানার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সিএনজিচালিত অটোরিকশা ৬০ টাকার নির্ধারিত ভাড়া নিচ্ছে ১৫০-২০০ টাকা, আটকপালিয়ার বাজার থেকে ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস ‘বাঁধন’ পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে জেলা সদরের সোনাপুরের ভাড়া ৬০ টাকা নির্ধারিত থাকলেও সে ভাড়া নেওয়া হচ্ছিল ১৫০-২০০ টাকা। এ নিয়ে এক যাত্রী প্রতিবাদ করলে তাঁকে অটোরিকশাচালকেরা বেধড়ক মারধর করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করলে চরজব্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কয়েকটি সিএনজি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্ট পাইনি।
আরিফুর রহমান বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য বাসটির চালককে জরিমানা করেছি। চরজব্বার থানা-পুলিশের এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে।
নোয়াখালীর সুবর্ণচরে ঈদের পর ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত অপর পরিবহনগুলোকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার থানার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সিএনজিচালিত অটোরিকশা ৬০ টাকার নির্ধারিত ভাড়া নিচ্ছে ১৫০-২০০ টাকা, আটকপালিয়ার বাজার থেকে ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস ‘বাঁধন’ পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে জেলা সদরের সোনাপুরের ভাড়া ৬০ টাকা নির্ধারিত থাকলেও সে ভাড়া নেওয়া হচ্ছিল ১৫০-২০০ টাকা। এ নিয়ে এক যাত্রী প্রতিবাদ করলে তাঁকে অটোরিকশাচালকেরা বেধড়ক মারধর করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করলে চরজব্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কয়েকটি সিএনজি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্ট পাইনি।
আরিফুর রহমান বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য বাসটির চালককে জরিমানা করেছি। চরজব্বার থানা-পুলিশের এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে