হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মধ্যরাতে সবার মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র। মোটরসাইকেলে করে ৩০-৪০ জনের একটি দল বাজারের এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন কয়েকটি দোকান ভেঙে ফেলেন তারা। হাতুড়ি আর হ্যামারের আওয়াজে স্থানীদের ঘুম ভেঙে যায়।
আওয়াজ শুনে সবার মতো ছুটে আসেন দোকানের মালিক ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারীকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়। নতুন এই দোকান ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে তাদের ধারণা।
রাতে বাজার পাহারায় থাকা জাহের উদ্দিন বলেন, ‘৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসে।’
ভুক্তভোগী হাজী আলী আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার ফোন করেও কোন সহযোগিতা পাইনি। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
মধ্যরাতে সবার মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র। মোটরসাইকেলে করে ৩০-৪০ জনের একটি দল বাজারের এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন কয়েকটি দোকান ভেঙে ফেলেন তারা। হাতুড়ি আর হ্যামারের আওয়াজে স্থানীদের ঘুম ভেঙে যায়।
আওয়াজ শুনে সবার মতো ছুটে আসেন দোকানের মালিক ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারীকে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিস বৈঠক হয়। নতুন এই দোকান ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে তাদের ধারণা।
রাতে বাজার পাহারায় থাকা জাহের উদ্দিন বলেন, ‘৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসে।’
ভুক্তভোগী হাজী আলী আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার ফোন করেও কোন সহযোগিতা পাইনি। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
দেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবির সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১৪ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে