Ajker Patrika

ফেনীতে যুবক হত্যা মামলার আসামি বড় ভাইকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৫: ৩৫
ফেনীতে যুবক হত্যা মামলার আসামি বড় ভাইকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে নিজাম উদ্দিন (৪০) হত্যা মামলার আসামি নিহতের বড় ভাই নুরুল আলমকে (৫৫) ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সন্ধ্যার দিকে ফেনী মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। 

ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, নিজাম উদ্দিন হত্যার ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত ২২ জুন রাতে ফেনী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন পূর্ব কচুয়া গ্রামের মৃত আহছান উল্যার ছেলে নিজাম উদ্দিন। বাড়ির কাছাকাছি এলে আলম তাঁর ছোট ভাই নিজামের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর তাঁকে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে পরদিন ভোরে ঘটনাস্থল থেকে নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বড় ভাই নুরুল আলম আত্মগোপনে চলে যান। গতকাল তাঁকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময় ভাইকে হত্যার কথা স্বীকার করেন নুরুল আলম। 

মোটবী ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, নিহত নিজাম উদ্দিনের সঙ্গে বড় ভাই নুরুল আলমের পারিবারিক বিষয়াদি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই মাস আগেও একটি সালিস বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়েছিল। কিন্তু নুরুল আলম মন থেকে তা মেনে নিতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত