নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে লিপি আক্তার (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। গতকাল রোববার নগরের বহদ্দারহাট এলাকার হোটেল গুলজারে এই ঘটনা ঘটে।
নারীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
আবাসিক হোটেল সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় নিহত নারী নিজেকে লিপি পরিচয়ে ফরহাদ (২৫) নামের এক যুবকের সঙ্গে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তদারকি করতে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা দেখে চান্দগাঁও থানা-পুলিশকে এ বিষয় জানায়।
এসআই মোমিনুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মোমিনুল হাসান আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ওই নারীর সঙ্গে হোটেলটিতে ওঠা ফরহাদ নামের এক যুবককে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
হোটেলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত ৩টায় ফরহাদ হোটেলের ভাড়া নেওয়া হোটেল কক্ষের বাইরে পায়চারি করছিলেন। পরে হোটেলের ছাঁদে উঠে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পুলিশের একটি সূত্র জানায়, নিহত নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তাঁর এক মেয়ে সন্তান রয়েছে।
চট্টগ্রাম নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে লিপি আক্তার (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। গতকাল রোববার নগরের বহদ্দারহাট এলাকার হোটেল গুলজারে এই ঘটনা ঘটে।
নারীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
আবাসিক হোটেল সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় নিহত নারী নিজেকে লিপি পরিচয়ে ফরহাদ (২৫) নামের এক যুবকের সঙ্গে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তদারকি করতে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা দেখে চান্দগাঁও থানা-পুলিশকে এ বিষয় জানায়।
এসআই মোমিনুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মোমিনুল হাসান আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ওই নারীর সঙ্গে হোটেলটিতে ওঠা ফরহাদ নামের এক যুবককে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
হোটেলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত ৩টায় ফরহাদ হোটেলের ভাড়া নেওয়া হোটেল কক্ষের বাইরে পায়চারি করছিলেন। পরে হোটেলের ছাঁদে উঠে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পুলিশের একটি সূত্র জানায়, নিহত নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তাঁর এক মেয়ে সন্তান রয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতঘেঁষা মার্কেটটি একসময় টাইলস মার্কেট নামে পরিচিত ছিল। নিচতলায় রয়েছে ৪০-৫০টি দোকান। অনেক আগেই এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে কার্যক্রম। শুধু তা-ই নয়, সৈকত দখল করে মার্কেটটি সম্প্রসারণ করা হচ্ছে...
২৩ মিনিট আগেমৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ১৬টি প্রতিরক্ষা বাঁধসহ অন্যান্য ছোট নদীর অসংখ্য বাঁধ ভেঙে গত বছর জেলায় চার দফা বন্যা হয়েছে। বন্যায় ফসল ও ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার অধিক। এত কিছুর পরও জেলার অন্যতম প্রধান দুই নদীর প্রতিরক্ষা...
৩১ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ফিতা কেটে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান...
৪২ মিনিট আগেচলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল...
১ ঘণ্টা আগে