প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে নোয়াখালী হাতিয়ার ইসলাম চরের কাছে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে আবুল কালাম নামে আরও এক জেলে। এই ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।
নিহত জেলে ইউছুফ মাঝি হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে। এ দিকে রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া ইউছুফ মাঝির মরদেহ তাঁর গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামে দাফন করা হয়।
দুর্ঘটনার কবলে পড়া চানন্দী ইউনিয়নের চম্পা ঘাটের ট্রলারের মালিক মিরাজ উদ্দিন জানান, শনিবার রাতে তাঁর মালিকানাধীন মাছধরা ছোট ট্রলারটি নদীতে মাছ শিকারে যায়। রোববার সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পান ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, একই ঘাটের ইউছুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউছুফ মাঝির ট্রলারের ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউছুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়।
এ দিকে সাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে স্থানীয় নদীতে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের মরদেহ দাফন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলেকে আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে নোয়াখালী হাতিয়ার ইসলাম চরের কাছে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে আবুল কালাম নামে আরও এক জেলে। এই ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।
নিহত জেলে ইউছুফ মাঝি হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে। এ দিকে রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া ইউছুফ মাঝির মরদেহ তাঁর গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামে দাফন করা হয়।
দুর্ঘটনার কবলে পড়া চানন্দী ইউনিয়নের চম্পা ঘাটের ট্রলারের মালিক মিরাজ উদ্দিন জানান, শনিবার রাতে তাঁর মালিকানাধীন মাছধরা ছোট ট্রলারটি নদীতে মাছ শিকারে যায়। রোববার সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পান ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, একই ঘাটের ইউছুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউছুফ মাঝির ট্রলারের ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউছুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়।
এ দিকে সাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে স্থানীয় নদীতে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের মরদেহ দাফন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলেকে আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
১২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
৪৩ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে