Ajker Patrika

দুই কিশোরীকে হত্যা অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮: ৪৩
দুই কিশোরীকে হত্যা অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে দুই কিশোরীকে হত্যার অপরাধে আবুল হোসেন (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্ল্যাহ তাঁর উপস্থিতিতে এই রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে আবু সাঈদ জানান, আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। ২০১৮ সালের ১৮ মে উপজেলার জঙ্গল মহাদেবপুর ত্রিপুরাপাড়ায় কিশোরী সকলতি ত্রিপুরা (১৭) ও সবিরানী ত্রিপুরাকে (১৬) হত্যার দায়ে আজ তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আদালত আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওমর হায়াত মানিককে খালাস দেওয়া হয়েছে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আবুল হোসেন বিভিন্ন সময় ত্রিপুরাপল্লিতে গিয়ে সুকলতি ত্রিপুরাকে উত্ত্যক্ত করতেন। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিস ডেকে আবুল হোসেনকে ভর্ৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে ত্রিপুরাপল্লিতে গিয়ে তিনি সুকলতিকে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় পাশের বাড়ির সবিরানী ত্রিপুরা ঘটনাটি দেখে ফেলায় তাঁকেও হত্যা করা হয়। পরে তাঁদের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত