ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০১: ৪৭
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির অভিযোগে এক যুবককে (৩৮) গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের বাসিন্দা। এর আগে, আজ ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় মুমিনের দেহ উদ্ধার করে পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. শিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ ভোরে ফরদাবাদের একটি বাড়িতে গোয়াল ঘর থেকে গরু চুরি করতে যায় মুমিন। এ সময় গরুর ডাক শুনে বাড়ির লোকজন এসে মুমিনকে আটক করে। তাঁকে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহত মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁকে স্থানীয়রা ‘মুমিন চোরা’ বলে ডাকতেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত