বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ। আজ সোমবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পর্যটন ব্যবসায়ীরা।
এ সময় তাঁরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বান্দরবানে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পর্যটকবাহী যানবাহনসহ বিভিন্ন খাতে আমরা কোটি-কোটি টাকা বিনিয়োগ করেছি। ২০১৯ সাল থেকে করোনাভাইরাস, ভয়াবহ বন্যা, সাম্প্রতিক সময়ে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে লাগাতার বান্দরবানের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।’
কয়েক মাস আগে সীমিত পরিসরে কিছু পর্যটন স্পট পর্যটকদের ভ্রমণে জন্য খুলে দিলেও দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত পর্যটক ভ্রমণে আসতে পারেননি। ফলে এখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাগুলোতে ব্যাপক ধস নামে। এসব খাতে জড়িত হাজার হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হন মালিকেরা।
এ সময় তাঁরা আরও বলেন, চলতি মাসের ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনিবার্য কারণ দেখিয়ে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণ না করতে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে শারদীয় দুর্গাপূজা ও প্রবারণার ছুটিতে ৭০ শতাংশ হোটেল, রিসোর্ট বুকিং হওয়ার পরও বাতিল করতে হচ্ছে এবং প্রতিবছর শীতের মৌসুমে বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে, বান্দরবানবাসীর একমাত্র আয়ের উৎস পর্যটন খাত। ওই খাত থেকে এই অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের অর্থনীতি নির্ভর করে।
পর্যটননির্ভর এ জেলায় এভাবে বছরের পর বছর পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং ভ্রমণে নিরুৎসাহিত করার ফলে এখানকার পর্যটননির্ভর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। এ অবস্থায়, পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিভিন্ন হোল্ডিং ট্যাক্স, লাইসেন্স ফি, ভ্যাট, আয়কর, ব্যাংক ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।
তাঁরা আরও বলেন, ব্যবসায়ী ও পর্যটন সেক্টরে কর্মরত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের বেঁচে থাকার স্বার্থে এবং অর্থনীতি সচল রাখতে বান্দরবানের পর্যটনস্পটগুলো খুলে দিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক নাছিরুল আলম, সদস্যসচিব সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। এ সময় স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ। আজ সোমবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পর্যটন ব্যবসায়ীরা।
এ সময় তাঁরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বান্দরবানে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পর্যটকবাহী যানবাহনসহ বিভিন্ন খাতে আমরা কোটি-কোটি টাকা বিনিয়োগ করেছি। ২০১৯ সাল থেকে করোনাভাইরাস, ভয়াবহ বন্যা, সাম্প্রতিক সময়ে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে লাগাতার বান্দরবানের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।’
কয়েক মাস আগে সীমিত পরিসরে কিছু পর্যটন স্পট পর্যটকদের ভ্রমণে জন্য খুলে দিলেও দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত পর্যটক ভ্রমণে আসতে পারেননি। ফলে এখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাগুলোতে ব্যাপক ধস নামে। এসব খাতে জড়িত হাজার হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হন মালিকেরা।
এ সময় তাঁরা আরও বলেন, চলতি মাসের ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনিবার্য কারণ দেখিয়ে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণ না করতে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে শারদীয় দুর্গাপূজা ও প্রবারণার ছুটিতে ৭০ শতাংশ হোটেল, রিসোর্ট বুকিং হওয়ার পরও বাতিল করতে হচ্ছে এবং প্রতিবছর শীতের মৌসুমে বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে, বান্দরবানবাসীর একমাত্র আয়ের উৎস পর্যটন খাত। ওই খাত থেকে এই অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের অর্থনীতি নির্ভর করে।
পর্যটননির্ভর এ জেলায় এভাবে বছরের পর বছর পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং ভ্রমণে নিরুৎসাহিত করার ফলে এখানকার পর্যটননির্ভর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। এ অবস্থায়, পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিভিন্ন হোল্ডিং ট্যাক্স, লাইসেন্স ফি, ভ্যাট, আয়কর, ব্যাংক ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।
তাঁরা আরও বলেন, ব্যবসায়ী ও পর্যটন সেক্টরে কর্মরত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের বেঁচে থাকার স্বার্থে এবং অর্থনীতি সচল রাখতে বান্দরবানের পর্যটনস্পটগুলো খুলে দিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক নাছিরুল আলম, সদস্যসচিব সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। এ সময় স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে