Ajker Patrika

সীতাকুণ্ডে নিখোঁজের ২ মাসেও খোঁজ মেলেনি যুবদল নেতা নুরুজ্জামানের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে নিখোঁজের ২ মাসেও খোঁজ মেলেনি যুবদল নেতা নুরুজ্জামানের

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের দুই মাসেও যুবদল নেতা নুরুজ্জামানের (৪৫) খোঁজ মেলেনি। নিখোঁজের পর থেকে তার স্ত্রী ও স্বজনেরা সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেছেন। দীর্ঘ চেষ্টার পরও তারা নুরুজ্জামানের খোঁজ পাননি। এতে অপহরণ কিংবা অজানা বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন নুরুজ্জামানের স্ত্রী পারভিন আক্তার। স্বামীকে ফিরে পেতে তিনি বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ও র‍্যাব-৭ চট্টগ্রামের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার মধ্যম এয়াকুব নগর (১ নং ওয়ার্ড) এলাকার যুবদল সভাপতি নুরুজ্জামান গত ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় নুরুজ্জামানের স্ত্রী ও স্বজনেরা তাঁকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এতে অজানা বিপদের আশঙ্কায় রয়েছে পরিবারটি। 

নিখোঁজ নুরুজ্জামানের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘সংসারে আমার চারটি সন্তান আছে। স্বামী নিখোঁজ থাকায় আমি সন্তানদের নিয়ে চরম অসহায় অবস্থায় আছি। এ বিষয়ে সীতাকুণ্ড থানা ও র‍্যাবের কাছে অভিযোগ দিলেও এখনো কোনো সুফল মেলেনি। স্বামীকে উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’ 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর তাঁর সন্ধানে আমরা কাজ করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত