Ajker Patrika

ফেনীতে রেললাইনের ১২ ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২: ১০
ফেনীতে রেললাইনের ১২ ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েনের তিন দিনের মাথায় ফেনীতে রেললাইনের ১২টি ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনীর স্টেশনমাস্টার মো. হারুন। তিনি বলেন, ‘ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত জায়গা ঠিক করতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ 

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে জেলার সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফিশপ্লেটের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। আনসার সদস্যরা টহল দেওয়ার সময় ক্লিপ খোলার বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাঁরা ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। 

ফাজিলপুর স্টেশনমাস্টার মেহেদী হাসান বলেন, ‘১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে তেমন অসুবিধা হবে না। এরপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ 

ফেনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. জানে আলম সুফিয়ান জানান, জেলার ২৮ কিলোমিটার রেলপথে ১১০ জন আনসার সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। ফাজিলপুরে ১২টি ক্লিপ খোলায় ঘটনাস্থলে আরও টহল বাড়ানো হয়েছে। 

গত শনিবার থেকে নাশকতা রোধে ফেনীর ২৮ কিলোমিটার রেলপথের ১৫টি পয়েন্টে ও ৫টি রেলস্টেশনে ২৪ ঘণ্টা দুই শিফটে দায়িত্ব পালন করছেন ১১০ জন আনসার সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত