Ajker Patrika

উল্টো পথে অটোরিকশা: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ৩, আহত ৩০

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১: ৪৪
উল্টো পথে অটোরিকশা: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ৩, আহত ৩০

কুমিল্লার দাউদকান্দিতে উল্টো পথে আসা অটোরিকশাকে রক্ষায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার জিংলাতুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই হাজারী বাড়ির রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম (৬২), বারপাড়া গ্রামের রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬৫) ও তাঁর পুত্রবধূ সুমাইয়া আক্তার (২৫)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেওয়া হয়েছে। এ ছাড়া চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক।’

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে আসা একটি অটোকে চাপা দিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছা এবং রোসিয়া বেগম মারা যান। 

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ঢাকা মেডিকেল নেওয়ার পথে সুমাইয়া আক্তার নামে আরও একজন মারা যান। তিনিও অটোরিকশা যাত্রী ছিলেন বলে স্বজনেরা জানান।

বাসের আহত এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে কে কে ট্রাভেলসের এসি বাসে নোয়াখালী যাচ্ছিলাম। গৌরীপুর পার হওয়ার পর জিংলাতুলি এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে আমাদের বাসটি খাদে পড়ে যায়।’

নিহতদের স্বজন রুহুল আমিন ও লোকমান হাজারী বলেন, ‘ফজিলাতুন্নেছার ছেলে আব্দুল মান্নানের শ্বশুরবাড়ি ছান্দ্রা বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা আমাদের একই পরিবারের তিনজন মারা যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত