Ajker Patrika

সীতাকুণ্ডে কৃষক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে কৃষক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন, সৈয়দপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মোজাম্মেল হক (৫৫), বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৪০) ও পৌর সদরের ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মো. নুরুল হাদী (৪০)।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গত ৭ অক্টোবর মামলা করা হয়েছিল। গ্রেপ্তার তিনজনই সেই মামলার আসামি। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত