Ajker Patrika

চাঁদপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
গ্রেপ্তার শাহিন। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার শাহিন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ মো. শাহিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে উপজেলার বেলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ২০টি ইয়াবা, দুটি গাঁজার ফিল্টার, দুটি সিম কার্ড, দুটি গাঁজা মাপার মেশিন, দুটি ছুরি, দুটি কাটার এবং নগদ ১৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ‘বিশেষ বৈঠক’, ব্যাখ্যা চাইল সদর দপ্তর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

মাছ–দুধ একসঙ্গে খেলে কি শ্বেতী রোগ হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত