ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সদ্য বহিষ্কৃত হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বেলা তিনটায় সরাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি। সেই সঙ্গে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও সংবাদ সম্মেলন করে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে।
সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় এমন কাজ করেছেন।’
নুরুজ্জামান লস্কর আরও বলেন, ‘আমরা সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি সরাইল বিএনপি পরিবারের কেউ উকিল আব্দুস সাত্তারকে কোনোভাবে সহযোগিতা করেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’
এ সময় সরাইল উপজেলার বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুরসহ উপজেলা বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘বিএনপি উকিল সাত্তার ভূঁইয়ার জন্য দল কম করেনি। তিনি বিএনপি থেকে ৫ বার এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির সাথে বেইমানি করেছেন। তাঁর কোনো আদর্শ নেই। তিনি নষ্ট হয়ে গেছেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সদ্য বহিষ্কৃত হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বেলা তিনটায় সরাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি। সেই সঙ্গে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও সংবাদ সম্মেলন করে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে।
সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় এমন কাজ করেছেন।’
নুরুজ্জামান লস্কর আরও বলেন, ‘আমরা সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি সরাইল বিএনপি পরিবারের কেউ উকিল আব্দুস সাত্তারকে কোনোভাবে সহযোগিতা করেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’
এ সময় সরাইল উপজেলার বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুরসহ উপজেলা বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘বিএনপি উকিল সাত্তার ভূঁইয়ার জন্য দল কম করেনি। তিনি বিএনপি থেকে ৫ বার এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির সাথে বেইমানি করেছেন। তাঁর কোনো আদর্শ নেই। তিনি নষ্ট হয়ে গেছেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
৩০ মিনিট আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
৩৪ মিনিট আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
১ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
১ ঘণ্টা আগে