বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির চালক কফিল উদ্দিন সাগর আদালতের জবানবন্দিতে জানিয়েছেন, তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়েছিল। আজ বুধবার দুপুরে থানচির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হকের কাছে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দুই দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হলে এ জবানবন্দি দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।
অন্যদিকে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য সন্দেহে গ্রেপ্তার গাড়ির চালক কফিল উদ্দিনসহ ছয়জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এএসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা-থানচির দুটি মামলায় গত ২২ এপ্রিল গাড়ির চালক কফিল উদ্দিন সাগর, ভানলাল বয় বম ও রুমার লাল রৌবত বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম, বান্দরবান সদর উপজেলার লাল লম থার বমসহ মোট ৬ জনকে পুলিশ রিমান্ড আবেদন করে। এর প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ (বুধবার) তাঁদের দুদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাদের।’
উল্লেখ্য, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।
বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির চালক কফিল উদ্দিন সাগর আদালতের জবানবন্দিতে জানিয়েছেন, তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়েছিল। আজ বুধবার দুপুরে থানচির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হকের কাছে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দুই দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হলে এ জবানবন্দি দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।
অন্যদিকে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য সন্দেহে গ্রেপ্তার গাড়ির চালক কফিল উদ্দিনসহ ছয়জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এএসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা-থানচির দুটি মামলায় গত ২২ এপ্রিল গাড়ির চালক কফিল উদ্দিন সাগর, ভানলাল বয় বম ও রুমার লাল রৌবত বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম, বান্দরবান সদর উপজেলার লাল লম থার বমসহ মোট ৬ জনকে পুলিশ রিমান্ড আবেদন করে। এর প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ (বুধবার) তাঁদের দুদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাদের।’
উল্লেখ্য, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে