Ajker Patrika

চায়ের দোকানে ঢুকে পড়ল পাওয়ার টিলার, নিহত ২ 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫: ১৭
চায়ের দোকানে ঢুকে পড়ল পাওয়ার টিলার, নিহত ২ 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে চায়ের দোকানে পাওয়ার টিলার ঢুকে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে চরজব্বার-সোনাপুর সড়কের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন। ঘটনার পর দ্রুত পালিয়ে যান গাড়ির চালক। 

নিহতরা হলেন চরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী আজমের ছেলে বাহার মাঝি (৬০) ও চর আমান উল্যাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৮)। 

আহতরা হলেন উত্তর কচ্ছপিয়া গ্রামের নজির আহমদের ছেলে দুলাল হোসেন (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। 

স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে সোনাপুর থেকে চরবাটার দিকে একটি খালি পাওয়ার টিলার যাচ্ছিল। পথে সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সি মার্কেটের তৌহিদ স্টোরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ওই দোকানের সামনে বসে চা খাওয়া অবস্থায় থাকা ছয়জনের মধ্যে চারজনকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাহার মাঝিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অপর আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জামাল উদ্দিন মারা যান। বাকি দুজনকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় ওই দোকানের একটি দেয়ালসহ সামনের অংশ ভেঙে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পাওয়ার টিলারের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

পুলিশ পরিদর্শক আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত