কুসিক নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২২, ১৯: ৩৯
আপডেট : ১৪ জুন ২০২২, ১৫: ১৫

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে। ২০১৭ সালের নির্বাচনে ১৫৩ জন প্রার্থীর মধ্যে ৭৩ জনের শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক বা মাধ্যমিকের নিচে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর ছিল ৪৩ জন প্রার্থীর। 

এবারের নির্বাচনে ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৬২ জনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা মাধ্যমিকের নিচে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রার্থীর সংখ্যা ৫০ জন। একদিকে স্বল্পশিক্ষিতদের সংখ্যা কমেছে অন্যদিকে উচ্চশিক্ষিত প্রার্থীর সংখ্যা বেড়েছে। 

আজ রোববার কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা মহানগর ও জেলা শাখা। 

কুসিক নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজন জেলা কমিটির সভাপতি শাহ মো. আলমগীর খান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আলী আহসান টিটু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর কমিটির সভাপতি আনিসুর রহমান আকন্দ। সঞ্চালকের ভূমিকায় ছিলেন যুগ্ম সম্পাদক জেলা কমিটি রেজবাউল হক রানা। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এ ছাড়া মহানগর কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্র, ভোটার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, মন্ত্রী ও সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, প্রার্থী ও সমর্থক ও সচেতন নাগরিকদের প্রতি তাঁদের দায়িত্ব ও কর্তব্য পালনসহ দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত